বুধবার, মার্চ ২৬, ২০ ২৫
ফারু আহমেদ,ধর্মপাশা::
২৮ জানুয়ারী ২০ ২৫
৫:৫৫ অপরাহ্ণ

মধ্যনগরে ৪০টি ভারতীয় গরুসহ ৪জন চো.রা.কার.বারী গ্রে.ফ.তার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় রোববার রাত ১২টা থেকে একটা পর্যন্ত মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০টি ভারতীয় গরু সহ ৪জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।

মধ্যনগর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সজীব রহমান, অফিসার ইনচার্জ মধ্যননগর থানার নেতৃত্বে এসআই মোঃ আলমগীর হোসেন, এএসআই মোঃ আবু হানিফ ও সঙ্গীয় ফোর্সসহ মধ্যনগর থানাধীন ২নং বংশীকুণ্ডা ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে অবৈধ পথে চোরাচালানের মাধ্যমে ভারত হইতে গরু বাংলাদেশের অভ্যন্তরে আনার সময় মধ্যনগর থানাধীন ৩নং চামরদানী ইউপিস্থ কাইতকান্দা পশ্চিমপাড়া মেশিন বাড়ী সংলগ্ন সুমেশ্বরী নদীর ঘাট হইতে আমানিপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হাসেমের ছেলে চোরাকারবারী মোঃ মহর আলী (৪৮), তেলিগাও গ্রামের বাসিন্দা আসন্তর আলীর ছেলে মোঃ আয়নাল হক (৪০) একই গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল্লাহ'র ছেলে মোঃ দুদ মিয়া (৩৪), মৃত কামাল উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম (৫৮) কে ছোট বড় মোট ৪০টি বিভিন্ন রং ও বয়সের ষাঁড় গরু সহ গ্রেফতার করা হয়েছে।

এছাড়া অজ্ঞাত আরও পলাতক ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(বি) অনুযায়ী মধ্যনগর থানায় একটি মামলা করা হয়েছে।

মধ্যনগর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আর গরু গুলোকে আপাতত থানা হেফাজতে রাখা হয়েছে। উদ্বর্তন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ