শনিবার, মে ৪, ২০ ২৪
শাবি প্রতিনিধি::
২৫ সেপ্টেম্বর ২০ ২২
১০ :২৭ অপরাহ্ণ

শাবিতে করতোয়া অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

বগুড়া ও জয়পুরহাট থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন করতোয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি দিয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মঞ্জুরী তামান্না এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সত্য রঞ্জন।

গত শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাসনরাজা মিলনায়তনে বিগত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক এই কমিটি ঘোষণা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আখতারুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।

কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে মনোনীত হন তাভিরুজ্জামান এবং সহসভাপতি পদে মনোনীত হন সাদাত আলম তালুকদার, ফাহিম সোয়েব, জয়ন্ত কুমার দাস, মাহিন রাতুল। এদিকে যুগ্ম সম্পাদক পদে এহসানুল করিম স্মরণ, তৌফিক হাসান, ইসমাইল মিথুন, সাদমান ফাইয়াজ রোসাদ, সহসাধারণ সম্পাদক, ফুয়াদ আল হাসান, মুহাম্মদ রাশিক তাহমীদ, হাসান গুলজার রহমান, নুর আলম রাজীব, মাহিম সাফায়েত করিম, ইশরাত তৃশা, মোহাম্মদ সাদিক আশরাফ, আশরাফুল খোদা, ফাহিম ইফতেখার ইফতু, মুহাম্মদ হাসিবুল হাসান হৃদয়, শাকিল আহমেদ, নূর মোহাম্মদ আবদুর রব। নব গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন রেদওয়ান হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক পদে আল শামস্, জাকির হোসেন, এসএম জাহিদ হাসান। এদিকে কমিটির কোষাধ্যক্ষ পদে মুহম্মদ সাকিব মুবাল্লিক, সহ-কোষাধ্যক্ষ তানিশা আক্তার।

কমিটির দপ্তর সম্পাদক পদে ওবায়দুল রহমান, ঈশিতা আক্রান্ত অর্থি, ইসমাইল হোসেন। এছাড়াও প্রচার সম্পাদক মিদুল হাসান মুন, মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম রাসেল, মাহবুবুর রহমান এবং সহপ্রচার সম্পাদক রাকিবুল হাসান সিফাত, মাহির আসিফ।

অন্যদিকে কমিটির তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে মনোনীত হন মোহাম্মদ সুমন মিয়া, মাহিন আবিদ এবং সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জুবায়ের মাহমুদ জিশান, মুহাম্মদ সায়েদ আল নাইম। ক্রিয়া সম্পাদক সোয়েব এবং সহ-ক্রিয়া সম্পাদক সাদ গালিব, নাফিউল হাসান শোভন এবং জিহাদ।

এদিকে আরও অনেকেই কমিটির বিভিন্ন পদে মনোনীত হয়েছেন। উল্লেখ্য, বগুড়া ও জয়পুরহাট থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে সংগঠন 'করতোয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন' শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। পাশাপাশি বন্যা ও শীতের সময় বগুড়া জয়পুরহাট এলাকায় ত্রাণ ও শীত বস্ত্র বিতরণ করে থাকে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ