মঙ্গলবার, সেপ্টেম্বর ১০ , ২০ ২৪
বিজ্ঞপ্তি
৪ নভেম্বর ২০ ২৩
১০ :৩৭ অপরাহ্ণ

স্কুল শিক্ষিকা তুলতুল তামিমা তুলিকে বই উপহার দিলেন নূরজাহান পারভীন চৌধুরী

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ,কে,এম এহসান এর সহধর্মিণী ঢাকার‌ স্বনামধন্য স্কুল মিডিয়াম স্কুলের সিনিয়র শিক্ষিকা তুলতুল তামিমা তুলিকে "ইউরোপের সাত দেশে বাইশ দিন" বইটি উপহার দিলেন লেখকের সহধর্মিণী ও বইয়ের সত্ত্বাধিকারী নূরজাহান পারভীন চৌধুরী।

পদোন্নতি পেয়ে প্রধান কার্যালয়ে বদলী উপলক্ষে সিলেট ত্যাগের প্রাক্কালে নির্বাহী পরিচালক একেএম এহসান ও মিসেস তুলতুল তামিমা তুলির সম্মানে ৪ নভেম্বর  রাতে শাহজালাল উপশহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক এ উপহার তুলে দেয়া হয়।

উল্লেখ্য বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ এর প্রথম ভ্রমণকাহিনীর বই"ইউরোপের সাত দেশে বাইশ দিন": দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ আহমদসহ বেশ‌ কয়েকজন অনুষ্ঠানে কর্মকর্তা সস্ত্রীক উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ