রবিবার, জুন ৪, ২০ ২৩
অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
২৫ এপ্রিল ২০ ২২
৬:৪৯ অপরাহ্ণ

'বাঁধন' সিকৃবি ইউনিটের উদ্যোগে ইদ উপহার সামগ্রী বিতরণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও "বাঁধন " সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে ইদ উপহার সামগ্রী প্রদান করা হয়। সোমবার ( ২৫ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ইদ উপহার সামগ্রী বিতরণের কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

উক্ত কার্যক্রমটিতে উপস্থিত ছিলেন ইউনিটের শিক্ষক উপদেষ্টা,ছাত্র উপদেষ্টা ও বাঁধনকর্মীবৃন্দ। সকাল ১১ টায় শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের ৩৪ টি অস্বচ্ছল পরিবারের মাঝে ইদ উপহার সামগ্রী ও ৬ টি পরিবারকে নগদ অর্থসহ মোট ৪০ টি পরিবারের মাঝে ইদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ইদ উপহার উপকরণ হিসেবে ছিল - ১.৫ কেজি পোলাও চাল, ২ প্যাকেট সেমাই, ০. ৫ লিটার তেল, ১ কেজি চিনি, ০.৫ কেজি ময়দা, , ৫০০ মি.লি দুধ ও কিচমিচ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ