শনিবার, এপ্রিল ২৭, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
২৯ জুন ২০ ২২
১২:২৬ পূর্বাহ্ণ

সিলেটে বন্যার্তদের পাশে হোপ ফাউন্ডেশন বাংলাদেশ

সিলেটে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হোপ ফাউন্ডেশন কক্সবাজার, বাংলাদেশ।


১৯৯৯ সালে বাংলাদেশের কৃতিসন্তান ডা. ইফতেকার মাহমুদ প্রতিষ্ঠিত এই হোপ ফাউন্ডশনের উদ্যোগে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার অর্থায়নে গত ৮দিন থেকে সিলেটের বিভিন্ন এলাকায় খাদ্য, চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ বিতরন করে আসছে।

এই ধারাবাহিকতা চলবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। ২৮ জুন মঙ্গলবার সিলেটের গোয়াইনঘাটের নন্দীরগাঁ এলাকায় সহস্রাধিক মানুষকে এধরনের সেবা প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডশনের প্রজেক্ট ম্যানেজার মো. রুহুল আমিন, হোপ ইমার্জেন্সি রেসপন্স টিমের টিম লিডার মুহিবুল ইসলাম মিছবা, ডা. তানভীন হোসেন জিসান, ডা. মো. ফয়সলসহ কয়েকজন নার্স, মেডিকেল সহকারিসহ মোট ১৪জনের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করা হয়।

উল্লেখ্য, গতকয়েকদিনে সিলেটের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় হোপ ফাউন্ডেশন প্রায় দশ হাজার মানুষকে খাদ্য, চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেছে। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ