সোমবার, মার্চ ২৪, ২০ ২৫
বিজ্ঞপ্তি::
২৭ এপ্রিল ২০ ২৪
৭:৩৪ অপরাহ্ণ

শ্রমজীবী মানুষেরা পেলেন বিশুদ্ধ পানি-স্যালাইন

তাপদাহে পেটের তাগিদে রাস্তায় বের হওয়া শ্রমজীবী-মেহনতি মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাওয়াদ খাঁন এর পক্ষ থেকে বিতরণ করেন সাবেক ছাত্রনেতা ইমন ইবনে সাম্রাজ।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে তালতলা তেলিহাওরে এ কর্মসূচি পালন করা হয়েছে। জানতে চাইলে ইমন ইবনে সাম্রাজ বলেন, ‘রিকশাচালক, ভ্যানচালক, ভাসমান হকার- এ ধরনের শ্রমজীবী-মেহনতি মানুষ যারা আছেন, চলমান তাপদাহে তাদের অনেক কষ্ট হচ্ছে।

দেশে এখন হিট অ্যালার্ট চলছে। জনসাধারণকে রোদের মধ্যে বাইরে যেতে নিরূৎসাহিত করা হচ্ছে। কিন্তু জীবিকার তাগিদে এ মানুষগুলোর ঘরে বসে থাকার সুযোগ নেই। তাপদাহে মানুষগুলো যাতে একটু প্রশান্তি পান, সেজন্য আমরা বিশুদ্ধ পানি, স্যালাইন, লেবু পানি বিতরণ করেছি।’

শ্রমজীবী মানুষদের পাশাপাশি এসময় রাস্তায় দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যদেরও খাবার পানি সরবরাহ করা হয়।

এসময় অন্যান্যের আফজল আহমেদ শুভ, ইব্রাহিম রাইয়ান, হুসাম উদ্দিন,তাহিদ আহমেদ, সহ প্রমুখ ছিলেন ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ