রবিবার, ডিসেম্বর ৭, ২০ ২৫
ড্রীম সিলেট ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০ ২০
৩:২৮ অপরাহ্ণ

 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন 

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সিলেট জেলা ও মহানগর শাখার প্রথম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

২৮ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় নগরীর বন্দরবাজারস্থ রাজা জিসি হাই স্কুলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ সিলেট মহানগর আহ্বায়ক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ও সিলেট জেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সোহাগ মিয়া এবং উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সৈদুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজা জিসি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মুমিত, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাদাঘাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলী, রসময় উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অসীম রঞ্জন তালুকদার, উইমেন্স মডেল কলেজের চেয়ারম্যান মাহবুবুল আলম মিলন, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মো. মোস্তফা ভূঞা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (আদনান হাবিব), সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান প্রমুখ। 

সম্মেলনে নির্বাচিত সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মুফিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মো. আশফাক হেলাল, সহ সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক মো. সোহাগ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ আলী।  

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন দাবি উত্থাপন করে বলেন, অফিস সহকারি কাম কম্পিউটার অপাটের পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা ঘোষণা করা, ১০ম গ্রেডে বেতন প্রদান করা, ম্যানেজিং কমিটিতে সদস্য হিসেবে নাম অন্তর্ভূক্ত করা, কর্মঘন্টা নির্ধারন করা, কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ও যোগ্যতা অনুযায়ী পদোন্নতি প্রদান করার জন্য জোর দাবী জানান। বিজ্ঞপ্তি 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ