সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০ ২৫
বিজ্ঞপ্তি
২৫ সেপ্টেম্বর ২০ ২৫
৭:৪১ অপরাহ্ণ

এডহক কমিটির সভাপতি ব্যারিস্টার এম এ সালামের সাথে ইছরাব আলী স্কুল এন্ড কলেজে মতবিনিময়

দক্ষিণ সুরমার প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইছরাব আলী স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালামের সাথে স্কুল কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরিফ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এম এ সালাম বলেন, ইছরাব আলী স্কুল এন্ড কলেজের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। শিক্ষক, অভিভাবক ও এলাকার বিশিষ্টজনদের সহযোগিতায় আমরা দ্রুততম সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব।

ছাত্রছাত্রীদের জন্য একটি মানসম্মত ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।" তিনি বলেন, শুধু ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে বলীয়ান করে তোলার ওপরও জোর দেওয়া হবে। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ শরিফ উদ্দিন নতুন সভাপতিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে বলেন, তাঁর দিক-নির্দেশনায় এই প্রতিষ্ঠানটিকে আমিরা এগিয়ে নিয়ে যাব।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, উনার মত একজন গুণী মানুষকে সভাপতি হিসেবে পেয়ে আমরা কৃতজ্ঞ। পরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ সকল শিক্ষক-কর্মচারী নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

শিক্ষকদের কৃতজ্ঞতা ও সভাপতির অঙ্গীকার শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষক প্রতিনিধিরা বলেন, ব্যারিস্টার এম এ সালাম একজন জননেতা ও শিক্ষানুরাগী হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। তাঁর মতো একজন আলোকিত মানুষকে এডহক কমিটির সভাপতি হিসেবে পাওয়ায় কলেজের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এডহক কমিটির সদস্য গোলাম মোস্তফা আহমদ খান, বদরুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ