সোমবার, মে ৬, ২০ ২৪
ড্রীম সিলেট ডেস্ক
৩১ মে ২০ ২০
১:৪৭ পূর্বাহ্ণ

সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্ত ৮৭৪, হাসপাতালে ১০১ জন

সিলেট বিভাগে আজ শনিবার (৩০ মে) সকাল পর্যন্ত সাড়ে ৮শ ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ১০১ জন করোনা আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ সকাল পর্যন্ত ৮৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪৬১ জন, হবিগঞ্জে ১৭১ জন, সুনামগঞ্জে ১৪৪ জন ও মৌলভীবাজারে ৯৮ জন। 

সিলেট বিভাগে করোনা আক্রান্তদের মধ্যে ১০১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৩৮ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ২৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩২ জন ও মৌলভীবাজারে ২ জন চিকিৎসাধীন আছেন। 

সিলেট বিভাগে আজ সকাল পর্যন্ত ২১৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৫৩ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৮৬ জন ও মৌলভীবাজারে ১৬ জন। 

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৭ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৩ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে ৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘গতকাল শুক্রবার সিলেটে আরও ৪৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ১ হাজার ৪৮৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।-সুত্র: সিলেট মিরর 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ