বৃহস্পতিবার, জুন ১২, ২০ ২৫
বিজ্ঞপ্তি::
১৪ মে ২০ ২৫
১০ :২৫ অপরাহ্ণ

ডাঃ নিজাম জাহিদ ও ডাঃ আজিজুর রহমান রোগীদের প্রতি অত্যন্ত দরদী ও যত্নবান ছিলেন
নর্থ ইষ্ট হাসপাতালে দোয়া ও শো'.ক স'ভায় বক্তারা

নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিঃ এর অন্যতম উদ্যোক্তা পরিচালক ডাঃ এস.কে নিজাম জাহিদ হোসেন এবং নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিঃ এর অন্যতম উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আজিজুর রহমানের রূহের মাগফিরাত কামনায় এক দোয়া ও শোক সভা বুধবার দুপুরে ১নং ফাহিম ল্যাকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ডাক্তার নিজাম জাহিদ এবং ডাক্তার আজিজুর রহমান ছিলেন অত্যন্ত গুণী শিক্ষক ও চিকিৎসক।

শিক্ষক হিসেবে তারা তাদের ছাত্র ছাত্রীদের অন্তর দিয়ে ভালবাসতেন, স্নেহ করতেন। শিক্ষার মান ও নীতি-আদর্শের কাছে তারা কোনদিন আপোস করেননি। তেমনি তারা রোগীদের প্রতি অত্যন্ত দরদী ও যত্নবান ছিলেন।

তিনি বলেন, একজন ভালো চিকিৎসকের যতো গুণ থাকা প্রয়োজন তাদের মধ্যে সবগুলো ছিলো। তাদের শিক্ষাদানের পদ্ধতি ছিলো অনুসরণীয় এবং অনুকরণীয়।

তাঁদের নীতি এবং আদর্শকে অনুসরণ করে আমরা আমাদের হাসপাতালকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবো, আজকের দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার।

সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের ডীন ও নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম পরিচালনায় সভার শুরুতে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া।

বক্তব্য রাখেন নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সৈয়দ মুসা এম.এ কাইয়ুম। পরিচালকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ডাঃ মোস্তফা শাহজাহান চৌধুরী বাহার, অধ্যাপক ডাঃ মোঃ মাশুকুর রহমান চৌধুরী, অধ্যাপক ডাঃ কাজী আক্তার উদ্দিন, ডাঃ এম ফয়েজ আহমেদ, অধ্যাপক ডাঃ নাহিদ ইলোরা, অধ্যাপক ডাঃ ফরহাত মহল, অধ্যাপক ডাঃ এ এফ এম নাজমুল ইসলাম ও ডাঃ মোঃ শামীমুর রহমান।

শিক্ষক ও চিকিৎসকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ হামিদা খাতুন, অধ্যাপক ডাঃ আলমগীর আদিল সামদানী। এক্স-স্টুডেন্ট এর পক্ষ থেকে বক্তব্য রাখেন ডাঃ মহসিনউর রহমান মামুন ও ডাঃ মুনতাসীর আলম রাহিমী।

এলামনাই এর পক্ষ থেকে বক্তব্য রাখেন ডাঃ ফাহমিদুর রহমান। কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের কোম্পানী সেক্রেটারী মোঃ আব্দুল ওয়াহিদ। ইন্টার্ণ চিকিৎসকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডাঃ আব্দুর শাকুর স্বপন। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৪র্থ বর্ষের ছাত্র আফজল হোসেন ও ৫ম বর্ষের ছাত্র রায়হান আহমদ।

এছাড়াও মরহুম দ্বয়ের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মরহুম ডাঃ এস.কে নিজাম জাহিদ হোসেন এর পুত্র ডাঃ আব্দুল আজিজ আব্দুল্লাহ ও মরহুম অধ্যাপক ডাঃ আজিজুর রহমান এর পুত্র আরিফুর রহমান অপু।

সভায় সভায় মরহুম ডাঃ এস.কে নিজাম জাহিদ হোসেন ও মরহুম অধ্যাপক ডাঃ আজিজুর রহমান দ্বয়ের কর্মময় জীবনের উপর আলোচনা করা হয় এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। পরে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মৌলানা মামুনুর রশীদ চৌধুরীর পরিচালনায় এক দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ