বৃহস্পতিবার, জুন ১২, ২০ ২৫
জগন্নাথপুর প্রতিনিধি::
১১ মে ২০ ২৫
৮:১৬ অপরাহ্ণ

জগন্নাথপুরে সমলয়ে আবাদকৃত বোরো ধান ক'র্ত'ন উৎসব

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারিভাবে ভতুর্কি দিয়ে সমলয়ে আবাদকৃত বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

২০২৪/২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত সমলয় চাষাবাদের ব্লক প্রদশনর্ীর বোরো ধান কম্বাইন হারভেস্টার যন্ত্রের সাহায্যে কর্তন উপলক্ষে ধান কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ মে রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংগিয়ারগঁাও গ্রামের মাঠে এ উৎসব ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপতিত্বে ও কৃষি অফিসের তপন চন্দ্র শীলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া।

বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান আবদুল হাসিম, প্রবীণ মুরব্বি আবদুল হান্নান, যুবদল নেতা জহিরুল ইসলাম লেবু, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, কৃষক আংগুর মিয়া, জহিরুল ইসলাম, ছুরুক মিয়া প্রমূখ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ বলেন, দেশের খাদ্যের স্বয়ংসম্পন্নতা অর্জনে উৎপাদন বৃদ্ধি করতে হবে। কৃষিকে বঁাচিয়ে রাখতে বৈজ্ঞানিক পদ্ধতিতে জমি চাষাবাদ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, দেশের সব থেকে বেশি পতিত জমি সিলেট অঞ্চলে। এসব পতিত জমি আবাদের আওতায় আনতে সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ