শনিবার, এপ্রিল ২৭, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
১৮ নভেম্বর ২০ ২৩
৭:৪৭ অপরাহ্ণ

বই একজন লেখককে পরিপূর্ণ করতে সহায়ক ভূমিকা পালন করে
ইউরোপের সাত দেশে বাইশ দিন বই প্রদানকালে দানবীর রাগীব আলী

উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দানবীর মালনীছড়া চা বাগানের সত্ত্বাধিকারী, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ও‌ লিডি‌ং ইউনিভার্সিটিসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দৈনিক সিলেটের ডাক এর সম্পাদকমন্ডলীর সভাপতি সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেছেন বই একজন লেখককে পরিপূর্ণ করতে সহায়ক ভূমিকা পালন করে।‌

তিনি সত্যিকার লেখকদের লেখনীতে সমাজের অসঙ্গতি ফুটে ওঠে। দেশ বিদেশের সমাজ সভ্যতার প্রতিচ্ছবি বই থেকে জানা যায়।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক লেখক,সমাজসেবি, ক্রীড়ানুরাগী মোঃ জাবেদ আহমদ এর 'ইউরোপের সাত দেশে বাইশ দিন ' বই এর কয়েক পাতা পড়ে দানবীর রাগীব আলী এসব কথা বলেন।

শনিবার দুপুরে মালনীছড়া চা বাগানের বাংলোয় লেখক বইটি দানবীর রাগীব আলীর হাতে তুলে দেন। এসময় তাঁদের দু'জনের মধ্যে নানান বিষয় নিয়ে আলোচনা হয়। দানবীর রাগীব আলী বইয়ের প্রচ্ছদ ও ছাপার মানের প্রশংসা করেন।

এসময় দানবীর রাগীব আলী তাঁর রচিত 'আমার জীবন আমার স্মৃতি এবং এর ইংরেজি অনুবাদ 'My Life My Memories বই দুটি লেখককে উপহার দেন। সাক্ষাৎকালে লেখকের সাথে তাঁর সহকর্মী বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ ইকবাল হাসান উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ