বুধবার, মার্চ ২৬, ২০ ২৫
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
৬ ফেব্রুয়ারী ২০ ২৫
১০ :১৯ অপরাহ্ণ

জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়---প্রোভিসি প্রফেসর ড মোঃ সাজেদুল করিম
দক্ষিণ সুরমা সরকারি কলেজে জুলাই বি.প্ল.বের স্মৃতি.চা.রন

শাবিপ্রবির প্রোভিসি প্রফেসর ড মোঃ সাজেদুল করিম বলেছেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। যা একটি জাতির গণজাগরণ ও সংগ্রামের মহাকাব্যিক চিত্র।

২০২৪ সালের জুলাই এবং আগস্ট মাসের আন্দোলন শুধু একটি দাবি পূরণের লড়াই ছিল না; এটি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক বিপ্লব।

কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যে গণজাগরণের সূচনা হয়, তা পরিণত হয় স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে।

শহীদদের রক্তে রাঙানো রাজপথ, সাহসী স্লোগানে মুখরিত ছাত্র-জনতা এবং এক নতুন সূর্যের প্রত্যাশা—এই বিপ্লবের প্রতিটি অধ্যায় আমাদের জাতীয় চেতনার অংশ।

জুলাই-আগস্টে ছাত্র-জনতা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তাদের আকাঙ্ক্ষা বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। করেছে। শত সহস্র জীবন ও রক্তসাগর পেরিয়ে যে অর্জন তার আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশকে নতুন করে গড়তে হবে।

তিনি আগামীর সমৃদ্ধ দেশ গঠনে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান। তিনি বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজ প্রাঙ্গণে জুলাই বিপ্লবের স্মৃতিচারন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তারুণ্য উৎসব উদযাপন কমিটি ২০২৫ এর আহবায়ক নাফিস সাকিনার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন তরফদার, শিক্ষক কর্মচারী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি মোঃ ফরিদ আহমদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মতিউর রহমান, বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, শহীদ ওয়াসিমের পিতা কনর আলী। কলেজে ইংরেজি প্রভাষক শ্যামলী চক্রবর্তীর উপস্থাপনায় আহত ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শেখ খালেদ আহমদ, মিনহাজ উদ্দিন,সালেহ আহমদ। শেখ জুম্মান আহমদ কোরেশির পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ব্যাবস্হাপনা বিভাগের প্রভাষক মোঃ গিলমান আলী। আলোচনা সভায় কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ