শুক্রবার, এপ্রিল ২৬, ২০ ২৪
গোলাপগঞ্জ প্রতিনিধি:
২৬ জানুয়ারী ২০ ২২
১০ :২৩ অপরাহ্ণ

গোলাপগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরওয়ার হোসেন
গোলাপগঞ্জে দিনব্যাপী ছাত্রলীগ নেতার পিতার কবর জিয়ারত, মসজিদের দেয়াল পরিদর্শন, খেলাধুলা, স্বেচ্ছাসেবী মিলনমেলা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ও আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর ইসলাম জাবেরের পিতার কবর জিয়ারত করেন তিনি। দোয়া শেষে আমুড়া ইউনিয়ন মসজিদের দেয়াল কাজের পরিদর্শন করেন। বিকেলে আমুড়া ফেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যা ৬টায় রণকেলী তরুন ছাত্র সমাজ কল্যাণ সংস্থার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

স্বেচ্ছাসেবী মিলনমেলা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক ফাহিম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.রুহেল আহমদ, জেলা তাতীলীগের সভাপতি আলমগীর, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল, মহনগর যুবলীগ নেতা জাহিদ হাসান, আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আফজাল আহমদ, গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সভাপতি মান্না আহমদ, প্রতিশ্রুতি দাফন-কাফন স্বেচ্ছাসেবী টিমের সভাপতি রুহিন আহমদ চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী শিমলু আহমদ কুটই, আওয়ামী লীগ নেতা তুরণ তালুকদার, নূর উদ্দিন, আনসার ভিডিপি সদস্য সুনারা বেগম, বিশিষ্ট মুরব্বি মখলিছুর রহমান মউর মিয়া, মশাই মিয়া, মস্তাকিন আলী, আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইমন, পৌর ছাত্রলীগ নেতা জিলাল আহমদ, সংগঠনের সাধারণ সম্পাদক নাজিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, সদস্য মোহাম্মদ আবিদ, আবির, শাহিন, মুরাদ, সাকিব, সামি, জুয়েল, জামিল, জামিল আহমেদ, শাহি আহমদ, জুমন, ইমন, হাছান, বাসার, সায়মন, রাবেল, সানি, রাহিদ, ইকবাল, নাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রায় শতাধিক অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ