শুক্রবার, এপ্রিল ২৬, ২০ ২৪
এস এডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)::
২০ এপ্রিল ২০ ২১
১১:৪৪ অপরাহ্ণ

তিতাসে তিনবিঘা জমিতে আবাদকৃত বীজ জাতের ধান কাটার উদ্বোধন

কুমিল্লার তিতাস উপজেলায় তিন বিঘা জমিতে আবাদককৃত বীজ জাতের ধান কাটার শুভ উদ্বোধন করা হয়েছে।কালাইগোবিন্দপুর গ্রামের কৃষক জজ মিয়া তাঁর তিনবিঘা জমিতে বীজ জাতের এই ধান আবাদ করেছে।১৯ এপ্রিল সোমবার সকাল ১০ টায় বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর ব্লকে কৃষক জজ মিয়ার তিন বিঘা জমিতে আবাদকৃত বীজ জাতের ধান কাটার শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো.আমজাদ হোসেন ও উপ-সহকারী কৃষি অফিসার মো.কাউছার আহমেদ।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর ব্লকে তিনবিঘা জমিতে পরীক্ষা মূলক ভাবে বীজ জাতের এই ধান আবাদ করেছে জজ মিয়া নামের এক কৃষক।সে বীজ হিসেবে তিন বিঘা জমিতে এ জাতের ধান আবাদ করেছে।তিতাস উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মো.কাউছার আহমেদের সাথে কথা হলে তিনি বলেন, উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর ব্লকে আমি দায়িত্ব পালন করেছি এবং এই ব্লকে জজ মিয়া নামের এই কৃষক বীজ হিসেবে পরীক্ষা মূলক ভাবে তিনবিঘা জমিতে বীজ জাতের এই ধান আবাদ করেছে।আজকে বীজ জাতের ধান কাটার শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো.আমজাদ হোসেন চৌধুরী।

তবে আজকে কৃষক জজ মিয়ার তিন বিঘা জমিতে আবাদকৃত বীজ জাতের ধান কাটার উৎসব দেখে আমি খুবই আনন্দ উপভোগ করছি। কারণ কৃষক জজ মিয়া কালাইগোবিন্দপুর ব্লকে তিন বিঘা জমিতে বীজ জাতের এই ধান আবাদ করেছ।তাঁর বীজ জাতের আবাদকৃত ধানকে রক্ষা করার জন্যে আমি সার্বিক ভাবে সহযোগিতা করেছি।যাতে পোকা-মাকড়ে কৃষক জজ মিয়ার তিনবিঘা জমিতে আবাদকৃত বীজ জাতের ধানকে নষ্ট করতে না পারে।

নতুন এই বীজ জাতের ধান আবাদকৃত কৃষক জজ মিয়ার সাথে কথা হলে তিনি বলেন,পরীক্ষা মূলক ভাবে আমি তিনবিঘা জমিতে বীজ জাতের ধান আবাদ করেছি।ভয় পেয়ে গিয়ে ছিলাম কিছুদিন আগে বয়ে যাওয়া ধমকা হাওয়াকে।যাক আল্লাহর রহমতে বয়ে যাওয়া ধমকা হাওয়ায় আমার তিনবিঘা জমিতে আবাদকৃত বীজ জাতের ধানের কোন প্রকার ক্ষয়-ক্ষতি করতে পারে নাই।আর পোকা-মাকড় যাতে আমার আবাদকৃত জমির ধান নষ্ট না করতে পারে এব্যাপারে দায়িত্বরত উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মো.কাউছার আহমেদ স্যার আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করেছে।তাঁর সহযোগিতার কারণেই আজকে আমি পাকাধান ঘরে তুলতে পারতেছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ