শুক্রবার, এপ্রিল ২৬, ২০ ২৪
তিতাস(কুমিল্লা) প্রতিনিধি::
৩০ মে ২০ ২২
১১:৪১ অপরাহ্ণ

তিতাসে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের ৯ টি প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।গত রবিবার দুপুরে গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বলরামপুর ইউনিয়নের ৯ টি প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কাজ থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম- আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর সালাম।উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন এর পরিচালনায় এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মাৎ ফরিদা ইয়াসমিন, গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহবুবুর রহমান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মো.সাইদুর রহমান সাঈদ, বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার যুগ্ম- সাধারণ সম্পাদক মো.আতিকুর রহমান আতিক, কালাইগোবিন্দ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মাৎ নুরুন নাহার,দক্ষিণ আকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ শাহে নারা বেগম,ঐচারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির উদ্দিন,উত্তর বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম, দক্ষিণ বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ খেকোনারা বেগম,নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রতিমা রানী, শ্রীনারায়ণকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ ফোজিয়া আক্তার, সংশ্লিষ্ট ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মাৎ নাছিমা আক্তার,মোসাম্মাৎ স্বর্ণেহার আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।বলরামপুর ইউনিয়নের ৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান,নৃত্য পরিবেশন,কবিতা আবৃত্তি,অংক ও দৌঁড় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম সরকার।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ