শুক্রবার, এপ্রিল ১৯, ২০ ২৪
এস ডি সুব্রত::
২৭ নভেম্বর ২০ ২১
১২:৫৫ পূর্বাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী: এস ডি সুব্রত

২৭শে নভেম্বর এদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, নাট্যকার আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী (শহীদ মুনীর চৌধুরীর)জন্মদিন। তিনি ১৯২৫ খ্রিষ্টাব্দের ২৭শে নভেম্বর । তাঁর পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানাধীন গোপাইর-বাগ গ্রামে।

মুনীর চৌধুরী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট খান বাহাদুর আবদুল হালিম চৌধুরীর চৌদ্দ সন্তানের মধ্যে দ্বিতীয়। কবীর চৌধুরী তার অগ্রজ, ফেরদৌসী মজুমদার তার অনুজ। ১৯৪১ সালে মুনীর চৌধুরী ঢাকা কলেজিয়েট স্কুল (বর্তমান ঢাকা কলেজ) থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাস করেন। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ অনার্স (১৯৪৬) ও এমএ( ১৯৪৭)পাস করেন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এবং ১৯৫৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবন শুরু করেন খুলনার ব্রজলাল কলেজে (বিএল কলেজ) অধ্যাপনার (১৯৪৭-৫০) মাধ্যমে। পরে ঢাকার জগন্নাথ কলেজ (১৯৫০) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও বাংলা বিভাগে১৯৫০-৭১ সাল পর্যন্ত অধ্যাপনা করেন। শিক্ষা ও পেশাগত জীবনে মুনীর চৌধুরী বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। মুনীর চৌধুরী ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার জন্য কারাবরণ করেন। বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ খ্রিষ্টাব্দে রচনা করেন কবর নাটক। মীর মানস প্রবন্ধ সংকলনের জন্য তিনি দাউদ পুরস্কার এবং পাক-ভারত যুদ্ধ সম্পর্কে লেখা রচনা-সংকলন রণাঙ্গন এর জন্য সিতারা-ই-ইমতিয়াজ উপাধি লাভ করেন। তিনি ১৯৬৭-৬৮ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বর্ণমালা ও বানান-পদ্ধতির সংস্কার প্রচেষ্টার প্রতিরোধের উদ্দেশ্যে প্রকাশিত একটি প্রবন্ধ লিখেছিলেন।

১৯৬৬ খ্রিষ্টাব্দে তিনি রেডিও ও টেলিভিশনে রবীন্দ্রসংগীত প্রচারে পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদ করেন। ১৯৬৮ খ্রিষ্টাব্দে পাকিস্তান সরকার বাংলা বর্ণমালাকে রোমান বর্ণমালা দিয়ে সংস্কারের উদ্যোগ নিলে তিনি এর প্রতিবাদ করেন।

মুনীর চৌধুরী ১৯৬৫ সালে টাইপরাইটারের জন্য উন্নতমানের কী-বোর্ড উদ্ভাবন করেন। যার নাম মুনীর অপ্‌টিমা । ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৪ই ডিসেম্বর মুনীর চৌধুরীকে তাঁর বাবার বাড়ি থেকে অপহরণ করে হত্যা করা হয়। তাঁর লেখা মৌলিক নাটক হচ্ছে - ,চিঠি , কবর,দণ্ডকারণ্য ,পলাশী ব্যারাক ও অন্যান্য , মানুষ , নষ্ট ছেলে । অনুদিত নাটক হলো: কেউ কিছু বলতে পারে না ,জর্জ বার্নার্ড শ' র You never can tell-এর বঙ্গানুবাদ; রূপার কৌটা জন গলজ্ওয়র্দির The Silver Box-এর বঙ্গানুবাদ; মুখরা রমণী বশীকরণ শেকসপিয়ারেরTaming of the Shrew-এর বঙ্গানুবাদ। তাঁর অন্যতম প্রবন্ধ মীর মানস , রণাঙ্গন ,সৈয়দ শামসুল হক ও রফিকুল ইসলামের সঙ্গে একত্রে ,তুলনামূলক সমালোচনা , এবং বাংলা গদ্যরীতি ইত্যাদি।সাহিত্য কর্মের জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, দাউদ পুরস্কার, স্বাধীনতা পুরস্কার। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে ১৪ ডিসেম্বর তিনি পাকিস্তানি বাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন। লেখক: কবি ও প্রাবন্ধিক সুনামগঞ্জ, বাংলাদেশ। ০১৭১৬৭৩৮৬৮৮ । subratadassulla@gmail.com

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ