১২:১১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে সিলেট ডায়াবেটিক সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল
১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় সমিতির সভা কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট ডায়াবেটিক সমিতির সদস্যবৃন্দ।
সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ আহবাব এর সভাপতিত্বে ও ডা. লমিত মোহন লাল এর পরিচালানায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লোকমান আহমদ, যুগ্ম কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক (চন্দন), সদস্য জামিল আহমদ চৌধুরী, আফতাব চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. বশিরুল হক, সিলেট ডায়বেটিক এন্ড জেনারেল হাসপাতালের সুপারিন্টেন্ট ডা. আলাউদ্দিন আহমেদ, আক্রাম জিয়াউল হক, ডা. স্বপন কুমার সর্মা, ডা. জাফর আহমদ, ডা. রাশিদা চৌধুরী, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সত্যেন্দ্র কুমার ভট্টাচার্য্য প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. লিয়াকত হোসেন। অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন কোর্ট কালেকটরেক্ট মসজিদের ইমাম হাফিজ মাওলানা শাহ আলম। বিজ্ঞপ্তি