২:২১ অপরাহ্ণ
তিতাসে তারুণ্যের আলো সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কুমিল্লার তিতাসের তারুণ্যের আলো সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বাতাকান্দি বাজারের ডিংডং রেস্টুরেন্টে সংগঠনের ৪ র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানকে ঘিরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় তারুণ্যের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা বশির আহাম্মদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রবিউল আওয়াল রানা।প্রধান অতিথির বক্তব্য রাখেন, তিতাস স্বেচ্ছাসেবক ফোরাম ও সংগঠন ভিন্ন এক সাথে অনন্য-এর প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন সজিব। প্রধান আলোচক ছিলেন, কবি, কলামিস্ট, সংগঠক ও তারুণ্যের আলো সংগঠনের প্রধান উপদেষ্টা-আলী আশরাফ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তিতাস জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ,তারুণ্যের আলো সংগঠনের উপদেষ্টা ও সুনামধন্য দলিল লেখক এখলাছুর রহমান মুন্সী,মহসিন মুন্সি, তিতাস উপজেলার কাঠালিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মোসা: খুকী আক্তার, তিতাসের নবধারা সংগঠনের প্রতিষ্ঠাতা মো. শাহাবুদ্দিন আহমেদ, সংগঠক মো. শরীফুল ইসলাম, কন্টিনকিউটর মো. ইব্রাহিম খলিল।
পরে ২০২৫-২৬ এর জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা। নতুন কমিটির সভাপতি-শরিফুল ইসলাম,সহ-সভাপতি-নাজমুল হাসান, আল আমিন, এইচ আর হৃদয়, সাধারণ সম্পাদক-সাইফুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক-রিয়াজুল ইসলাম,নাজমুল হাসান, তাহসান মেহেদী, সমগাজী, সাংগঠনিক সম্পাদক রবিউল আহমেদ,অর্থ সম্পাদক শাওন মুন্সি, প্রচার সম্পাদক মো. রাহিম ও সদস্য মো. রিফাত,মো. শাকিব ও মো. হাসান।
এছাড়াও স্থায়ী কমিটির সদস্যরা হলেন, রাসেল হোসেন নয়ন, মেহেদী হাসান ও রবিউল আউয়াল রানা। এই সংগঠনের প্রধান উপদেষ্টা কবি, কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান এবং এখলাছুর রহমান মুন্সি, প্রবাসী মো. আবিদ রাসেল ও মহসিন মুন্সিকে উপদেষ্টা হিসেবে রাখা হয়।