শনিবার, এপ্রিল ২৭, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
২২ মার্চ ২০ ২৩
৪:৫৫ অপরাহ্ণ

রমজানের পবিত্রতা রক্ষায় সিলেটে জেলা প্রশাসক বরাবরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্মারকলিপি

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর নেতৃবৃন্দ। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন ফেডারেশনের নেতৃবৃন্দ।

স্মারকলিপি গ্রহণ করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.এস.এম কাসেম। এসময় উপস্থিত ছিলেন, ফেডারেশনে সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, সহ সাধারন সম্পাদক কফিলউদ্দিন আলমগীর, মহানগর সাংগঠনিক সম্পাদক এস. এম. মনোয়ার, অফিস ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, শ্রমিক নেতা নজরুল ইসলাম মারুফ, মাওলানা গোলামুর রহমান গোলাব, আব্দুল জলিল, মাওলানা রফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, ইব্রাহিম হোসেন বাদল, সোহেল আহমদ, আবু বকর সিদ্দিক, ইদ্রিস আলী, আকবর আলী, সালেহ আহমদ, হোসেন আহমদ, আলী মনসুর, আল মামুন, কামাল হোসেন মজুমদার, হাবিবুর রহমান হাবিব, আল মামুন, সদরুজজামান নিজু, আব্দুর রউফ ও রফিকুল ইসলাম রাজন প্রমূখ। স্মারকলিপিতে শ্রমিক সমাজের কল্যানার্থে রমজানুল মুবারকের পবিত্রতা ও শ্রমিক মেহনতি মানুষের মৌলিক অধিকার রক্ষার সার্থে নি¤েœাক্ত দাবী পেশ করা হয়।

‘কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন’ স্লোগানের আলোকে সমাজে অশ্লীলতা বেহায়পনা ও সকল অসামাজিক কার্যকলাপ বন্ধের ব্যবস্থা করা। শ্রমিকদের অগ্রীম বেতন ও বোনাস নিশ্চিত করা। রমজানকে অযুহাত বানিয়ে হোটেল শ্রমিকদের ছাটাই বন্ধ করা। দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখা।

পবিত্র ঈদুল ফিতরের পুর্বে অসহায় দরিদ্র রিক্সা শ্রমিক, টেলা-হাতাগাড়ী ও ভ্যানশ্রমিক, নরসুন্দর, নির্মাণ, দর্জি, হকার্স, চারকল, অটো রাইছ মিল, হাসপাতাল, দোকান, পরিবহন, বিদ্যুৎ ও হোটেল শ্রমিকদের ঈদ উদযাপনের সার্থে সরকারের শ্রমিক কল্যাণ ফান্ড থেকে ও সমাজের বিত্তবান শিল্পপতি ব্যবসায়ীদের কাছ থেকে যাকাত আদায় করে অসহায় শ্রমিকদের মাঝে বিতরণের ব্যবস্থা করা। রমজান মাসে গভীর রাত পর্যন্ত কর্মে নিয়োজিত দোকান ও দর্জি শ্রমিকদের পুলিশী হয়রানী থেকে বিরত রাখার চেষ্টার আহ্বান জানানো হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ