রবিবার, অক্টোবর ১, ২০ ২৩
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি::
১২ সেপ্টেম্বর ২০ ২৩
৪:১৪ অপরাহ্ণ

তিতাসের মাছিমপুর গ্রামের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকার

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করতে এসে নির্মত ঘরে বসবাসকারীদের খোঁজ খবর নেন কলাকান্দি ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকার।

 সোমবার দুপুরে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করতে এসে নির্মিত ঘর গুলোতে বসবাসকারীদের খোঁজ খবর নেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকার।

তিনি দীর্ঘক্ষন ঘুরে ঘুরে আশ্রয়ন প্রকল্পে প্রতিটি পরিবারের সাথে যোগাযোগ করে তাদের খোঁজ খবর নিয়েছেন।এসময় বসবাসকারীরা বলেন, শেখ হাসিনা আমাদের ঘর দিয়েছে,আলহামদুলিল্লাহ ঘর পেয়ে আমরা অনেক সুখি। চেয়ারম্যান সাহেব এখানে একটু সমস্যা আছে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায় এবং আমাদের ব্যবহারকৃত পানি সরানোর কোন ব্যবস্থা না থাকায় আমাদের অনেক সমস্যা হচ্ছে।

তাদের কথা শুনে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ এর মোবাইলে ফোন করে বিষয়টি অবহিত করেন।এরপর তিনি আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের আশ্বাস দিয়ে বলেন অচিরেই আপনাদের সমস্যা সমাধান করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ