সোমবার, ডিসেম্বর ৯, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
১৭ নভেম্বর ২০ ২৪
৪:১১ অপরাহ্ণ

সিলেটের আব্দুল মুকিত শাহীনের MBA মাস্টার্স ডিগ্রি অর্জন

সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক ও শিক্ষা মূলক সংগঠন ফাইভ স্টার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব সিলেট গ্রীণ ভিউয়ের এক্স ভাইস প্রেসিডেন্ট এবং সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ এর ওসমানী নগর উপজেলা শাখার প্রেসিডেন্ট মাওলানা আব্দুল মুকিত শাহীন যুক্তরাজ্যের (UK) সুনামধন্য প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় University of the West of Scotland থেকে MBA মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

তিনি বর্তমানে UK এর লিভারপুল সিটির ওয়ালেসি ইসলামিক কালচারাল সেন্টারে চিফ ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি সিলেট জেলার ওসমানী নগর উপজেলার ভাড়েরা মাধবপুর গ্রামের শফিকুর রহমান ও মিসেস আনোয়ারা বেগমের ১ম পুত্র। তিনি তাঁর অর্জিত বিদ্যা যেন মানুষের কল্যাণে ব্যয় করতে পারেন এজন্য দেশবাসি সহ সকলের কাছে দোয়া কামনা করেছেন। প্রেস-বিজ্ঞপ্তি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ