শনিবার, এপ্রিল ২৭, ২০ ২৪
শাবিপ্রবি প্রতিনিধি::
৫ আগস্ট ২০ ২২
৯:৩৪ অপরাহ্ণ

সফটওয়্যারের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে শাবির সিইপি বিভাগের প্রাক্তন ছাত্র পরিষদ নির্বাচন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন GradNet সফটওয়্যারের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।

সারা বিশ্ব থেকে মোট ৫৯১ জন প্রাক্তন শিক্ষার্থী এই অনলাইনে ভোটে অংশ নিবেন।

বৃহস্পতিবার (৪ই আগস্ট) সকাল ১১টায় ভোট গ্রহণ শুরু হয়ে আজ বিকাল ৩টায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচন কমিশনার মহি উদ্দিন বলেন, আমরা সিইপি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২২-এর অনলাইন ভোটিং আয়োজনের জন্য একটি অনলাইন সফটওয়্যার গ্রাডনেট বেছে নিয়েছি।

এই সফটওয়্যারের মাধ্যমে ভোটারদের জন্য ভোটদান প্রক্রিয়া সহজ হবে এবং আয়োজকদের জন্য সহজ হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ