সোমবার, ডিসেম্বর ৯, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
১৫ অক্টোবর ২০ ২৪
১০ :২৪ অপরাহ্ণ

হিউম্যান রাইটস ওয়াচের চেয়ারম্যান দেলোয়ার খানকে জেদ্দায় সংবর্ধনা

হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন খান পবিত্র উমরাহ পালন সৌদি আরব গেলে প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরব জেদ্দায় একটি উন্নত মানের হোটেলে রাতের খাবার আয়োজন শেষে, সন্মানিত অতিথি দেলোয়ার হোসেন খান কে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধীত অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসীরা হল রাষ্ট্রের মুল স্তম্ব, যাদের কষ্টার্জিত বৈদেশিক অর্থ দেশে পাটিয়ে বৈদেশিক অর্থের রির্জাব বাড়িয়ে সচল রাখিয়াছে, রাস্ট্রের স্যকটে তাদের ভূমিকা অপরিহার্য তাই বাংলাদেশী সকল সন্মানিত প্রবাসীদেন কে স্ব স্ব দেশে তাদের জীবনমান উন্নয়নে দূতাবাসের উদ্যোগে যে কোন প্রয়োজনে সহায়তা হাত প্রসারিত করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ আহমদ, আতিকুর রহমান মাহফুজ, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সাজ্জাদুর রহমান, আবুল হাসান, আলি আহমদ, খালেদ আহমদ, আনছার আহমদ. রফাত আহমদ, প্রবাসী আনছার আলীসহ নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ