শনিবার, মে ৪, ২০ ২৪
স্টাফ রিপোর্ট::
২০ এপ্রিল ২০ ২৪
১০ :৪০ অপরাহ্ণ

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর বাড়ি দখলচেষ্টা ও অপপ্রচারের অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী ইসলাম উদ্দিনের বাড়ি দখলচেষ্টা ও কারাগার থেকে বের হয়ে নানা অপপ্রচার, হুমকি-ধমকির অভিযোগ ওঠেছে।

পৌরসভার ইসাকপুর গ্রামের বদরুল ইসলাম নামের এক ব্যক্তি আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এসব করছেন বলে অভিযোগ প্রবাসীর ভাগনা বকুল মিয়ার।

শনিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার মামা ইসলাম উদ্দিন যুক্তরাজ্য প্রবাসী হওয়া তার বাড়ি ও জায়গা সম্পত্তি দীর্ঘদিন থেকে আমি দেখাশোনা করে আসছি।

গত ২ এপ্রিল বদরুল ও তার সন্ত্রাসী বাহিনীর সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা করেন। পরদিন বিকেলে বাড়িতে ঢুকে আমাকে মারপিট করে বুকে অস্ত্র ঠেকিয়ে ঘরের চাবি নিয়ে যান।

একইসঙ্গে, ঘরের জরুরি কাগজপত্র ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান।’ হামলায় বকুল মিয়া নিজে গুরুতর আহত হন। বিষয়টি মামা ইসলাম উদ্দিনকে জানালে তার পরামর্শে আইনের আশ্রয় নেন এবং জগন্নাপুর থানায় মামলা করেন।

বকুল জানান, অভিযোগ পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলা গ্রহণ করেন। পরবর্তীতে বদরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি অভিযোগ করেন, ‘বদরুল ইসলাম আদালত থেকে বের হয়ে তার কুকর্ম ঢাকতে জগন্নাথপুর থানার বিরুদ্ধে নানান কথাবার্তা বলছেন।

এ বিষয়ে কিছু গণমাধ্যমেকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশের ব্যবস্থা করেছেন।’ তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘বদরুল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বে জগন্নাথপুর থানাসহ বিভিন্ন থানায় মামলা হয়েছে।

গ্রামের সাধারণ মানুষ বদরুলের অত্যাচারে অতিষ্ঠ। আমার মামা ইসলাম উদ্দিন বৃটিশ হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের সাহায্য চেয়েছেন।’ জগন্নাথপুর পৌর এলাকার ইসাকপুর গ্রামের মৃত আফিজ উল্লাহর পুত্র বদরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

বকুল মিয়ার অভিযোগ, বদরুল এলাকায় আওয়ামী লীগের নাম ব্যবহার করে অসহায় মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে মানুষের জায়গা জমিন দখল করেন। এটাই তার নিত্যদিনের কাজ।’ তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘বদরুলের বিরুদ্ধে গাজীপুরে ১৭ বছরের তরুণীকে বিয়ের প্রলোভন দিয়ে দুই বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ রয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর গাজীপুর আদালতে তার বিরুদ্ধে নারী ও শিশু ধর্ষণ মামলা দায়ের হয়েছে। মামলাটি পিবিআইকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় জগন্নাথপুর থানায় একাধিক মামলা রয়েছে। বদরুলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি জোর দাবি জানান বকুল মিয়া।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ