বুধবার, ডিসেম্বর ৬, ২০ ২৩
বিজ্ঞপ্তি::
৭ মে ২০ ২৩
৬:১৫ অপরাহ্ণ

কাজিটুলার সজিব লুটনে কাউন্সিলর নির্বাচিত

সিলেট মহানগরীর কাজিটুলা নিবাসী মহানগর আওয়ামীলীগের উপদেষ্ঠা রোটারিয়ান আব্দুল মালিক সুজন ও লায়ন্স আসিয়া খানম সিকদারের একমাত্র পুত্র আজিজুল আম্বিয়া সজিব লুটন স্থানীয় কাউন্সিলর নির্বাচন ২০২৩ কনজারভেটিভ পাটি থেকে কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন।

অভিনন্দন রোটারি ক্লাব সিলেট সাউথের প্রেসিডেন্ট জুবায়ের আহমদ চৌধুরী সুমন ও সেক্রেটারি মোহাম্মদ আলী মঞ্জুর রোটারিয়ান আব্দুল মালিক সুজন ও লায়ন্স আসিয়া খানম সিকদারের একমাত্র পুত্র আজিজুল আম্বিয়া সজিব লুটন স্থানীয় কাউন্সলর ২০২৩ কনজারভেটিভ পাটি থেকে কাউন্সিলর হিসাবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছন ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ