৮:২২ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফ'র অর্থ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন
ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নে ইউএস ইসলামিক রিলিফের অর্থায়নে ও সুপ্রিম এশিয়া প্রকল্পের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান বুধবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন ১নং পশ্চিম ইসলামপুর, ২নং পূর্ব ইসলামপুর,৩নং তেলিখাল,৪নং ইছাকলস ,৫নং উত্তর রনিখাই,৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নে উপকার ভোগী ২৫০০ শত পরিবারের মাঝে আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের জন্য নগদ অর্থ সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়।
শুরুতে দক্ষিণ রনিখাই ইউনিয়নের ৩১ পরিবারের মাঝে পরিবার প্রতি ২৫০০০ টাকা করে মোট ৭৭৫০০০ টাকা বিতরণ করা হয়। প্রকল্পটির আওতায় পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের ২৫ হাজার টাকা করে(৬ কোটি ২৫ লক্ষ টাকা) নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।
যার ফলে অর্থ পাওয়া পরিবার গুলোতে উৎপাদনশীল সম্পদ তথা আয় বৃদ্ধি মূলক কর্মকান্ড ও আর্থিক স্বচ্ছলতা অনেকাংশে ফিরিয়ে আনা সম্ভব হবে। উক্ত নগদ টাকা বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফরহাদ হোসেন।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ মিয়া, সমবায় কর্মকর্তা আক্তার হোসেন, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন,ডাচ বাংলা ব্যাংক(DBBL) এরিয়া ম্যানেজার হীরক রায়, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি এম এইচ শাহীন, কার্যকরী সদস্য মাহমুদুল হাসান নাইম, প্রমুখ।
প্রকল্পের উপকারভোগী সদস্যদের উদ্দেশ্যে, ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওহিদুল ইসলাম ডিপিএম সুপ্রিম এশিয়া প্রকল্প। উক্ত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আব্দুল হাই আরিফ।