শনিবার, মে ১৮, ২০ ২৪
ড্রীম সিলেট ডেস্ক
৩০ মার্চ ২০ ২০
১২:৫৮ পূর্বাহ্ণ

সৌদি প্রবাসী মহিলার টাকা ফিরে পেতে এয়ারপোর্ট থানায় অভিযোগ

সৌদি আরব প্রবাসী এক মহিলার টাকা ফেরত পেতে সিলেট এস.এম.পি এয়ারপোর্ট থানা বরাবারে অভিযোগ দাখিল করেছেন প্রবাসী রশনা বেগমের স্বামী আনা মিয়া। তিনি ২৮ মার্চ শনিবার রাতে সিলেট সদর উপজেলার সাহেবের বাজার দেবাইরবহর গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে মো. মতিউর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ দাখিল করেন। 
অভিযোগে তিনি উল্লেখ করেন, আমার স্ত্রী রশনা বেগম একজন সৌদি প্রবাসী। আমার স্ত্রী জমি ক্রয় করার সিদ্ধান্ত নেওয়ার এক পর্যায়ে মতিউর রহমান দেবাইরবহর গ্রামে জমি ক্রয় করার আশ্বাস দেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসে আমার স্ত্রীর আম্বরখানা শাখার আইএফআইসি ব্যাংকের নিজ একাউন্ট ৩১৩৯০৩৬৭২৬০৩১ থেকে ৩ লক্ষ ৫৫ হাজার টাকা একই ব্যাংকে মতিউর রহমানের একাউন্ট ৩১৩৯১৮৮৪৬২০৩১ ট্রান্সফার করি। বিভিন্ন সময়ে তার একাউন্টে আরো ৩ লক্ষ টাকা সহ মোট ৬ লক্ষ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়। মতিউর রহমান ৭ শতক  ভূমি ৩ লক্ষ ১৫ হাজার টাকা দাম সাব্যস্থ করে আমার স্ত্রীর নামে রেজিষ্ট্রারী করে দেয়। তার কাছে আমার স্ত্রীর অবশিষ্ট পাওয়া ছিল ৩ লক্ষ ৪০ হাজার টাকা। বিচার শালীসের মাধ্যমে সে আমার স্ত্রীকে ২ লক্ষ টাকা প্রদান করে এবং শালিসে বাকি টাকা পরিশোধ করার জন্য বিভিন্ন সময় ক্ষেপন করেন। যার শেষ তারিখ ছিল চলতি বছরের ২৮ মার্চ। এরপরও সে আমার স্ত্রীর টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। টাকা চাইতে গেলে আমাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয় দেখায়। 
এব্যাপারে এয়ারপোর্ট থানার কালাগুল ফাঁড়ির ইনচার্জ এস.আই. আব্দুল আজিজ বলেন, থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। রাতে আমার কাছে আসবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  
শালিসের মুরব্বী আব্দুল হামিদ ও কামাল মিয়া জানান, প্রবাসী মহিলা মতিউর রহমানের কাছে টাকা পাবে সত্য। টাকা পরিশোধের ব্যাপারে আমরা মতিউর রহমানকে অনেক সময় প্রদান করার পর সে সৌদি প্রবাসী মহিলার টাকা ফেরত দেয় নাই। 
এব্যাপারে মতিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার কাছে কোন টাকা পাবে না। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ