সোমবার, এপ্রিল ২৮, ২০ ২৫
শাবিপ্রবি প্রতিনিধি::
২৩ মার্চ ২০ ২৫
২:১৫ পূর্বাহ্ণ

এমসি কলেজের কেমিস্ট্রি ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের বড়বাড়ি নামে খ্যাত কেমিস্ট্রি ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বিভাগের ২০১ নং কক্ষে এই ইফতার মাহফিল ও কলেজের কৃতি শিক্ষার্থীদের সম্মাননাও প্রদান করা হয়। এতে সার্বিকভাবে সহযোগিতা করে কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ।

অনুষ্ঠানে বিভাগীয় প্রধান অধ্যাপক তোফায়েল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ। সঞ্চালনায় ছিলেন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অলিদ হাসান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিভাগের শিক্ষকবৃন্দ ও অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে ভবিষ্যতে আরও ভালো করার জন্য পরামর্শ দেন।

আয়োজকরা বলেন, "আজকের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে।

অনুষ্ঠানের শেষে দোয়া ও ইফতার পরিবেশন করা হয়। উপস্থিত সবাই এমন আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ