সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০ ২৫
বিজ্ঞপ্তি
২৪ সেপ্টেম্বর ২০ ২৫
৭:৩৮ অপরাহ্ণ

রোগীদের উন্নত চিকিৎসা সেবার লক্ষ্যে সিলেট মেডিকেয়ার ও কেয়ার হসপিটালস’র মতবিনিময়

সিলেটবাসীর জন্য উন্নত চিকিৎসা সেবার সুযোগ বৃদ্ধি করতে ভারতের কেয়ার হসপিটালস ও সিলেট মেডিকেয়ার এর যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্টেুরেন্টের কনফারেন্স রুমে সিলেটের রোগী, রোগীর স্বজন, চিকিৎসক, হেলথকেয়ার ফেসিলেটর এবং স্বাস্থ্য সেবা খাতে সংশ্লিষ্টদের নিয়ে রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেওয়া এবং দেশের ভিতরে এবং বাইরের বিখ্যাত হসপিটাল চেইনগুলোকে পরিচয় করিয়ে দেয়ার ধারাবাহিকতায় সিলেট মেডিকেয়ার এবার ভারতের বিখ্যাত কেয়ার হাসপাতালের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সিলেট মেডিকেয়ারের কো-ফাউন্ডার রেদা মঈন রেজার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেয়ার হাসপাতালের আন্তর্জাতিক রোগী বিভাগের রিজিওনাল ম্যানেজার কাজী গিয়াস উদ্দিন। এসময় তিনি কেয়ার হাসপাতালের পরিচিতি, শাখা সমূহ-এর অবস্থান, বিভিন্ন বিভাগের স্পেশিয়ালিটি, সিলেট তথা বাংলাদেশের রোগীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার তথ্য প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। তিনি বলেন, কেয়ার হসপিটালস ভারতের ৬টি রাজ্যের ৭টি শহরে এবং বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রাম ২টি হাসপাতাল পরিচালিত করছে।

হাসপাতালটি হৃদরোগের জন্য একটি বিষেশয়িত কেন্দ্র হিসেবে শুরু হয়েছিলো এবং অন্যান্য বিশেষয়িত চিকিৎসা কেন্দ্রগুলি পরবর্তীতে অন্তর্ভুক্ত করে। হাসপাতালটির বানজারা হিলস এবং হাইটেক সিটিতে অবস্থিত ২টি ফ্ল্যাগসিপ হাসপাতালে বাংলাদেশী রোগীদের জন্য ডেডিকেটেড টীম এবং দোভাষী এর ব্যবস্থা রয়েছে। পাশাপাশি দেশের ভিতরে ঢাকা এবং চট্টগ্রামে অবস্থিত কেয়ার হসপিটালে রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। সভায় বক্তারা বলেন, সিলেট মেডিকেয়ারের মাধ্যমে সিলেটের রোগীরা ভারতে গিয়ে উন্নত চিকিৎসা সেবা নিতে পারছে।

এই মতবিনিময় সভাটি বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্য সেবায় ভারতের প্রতিষ্ঠানের সঙ্গে ক্রমবর্ধমান সহযোগিতারই প্রতিফলন। এই অংশীদারিত্ব সিলেটের রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে সহজতর করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেয়ারের কো-ফাউন্ডার চৌধুরী নূর তামাম, কো-ফাউন্ডার শাহরিয়ার মুমিত জনি, কো-ফাউন্ডার আব্দুল করিম জোনাক, পুস্টিবিদ ডাঃ তাপস দেব রাহুল, মুশফিকুস সামাদ চৌধুরী, বিশ্বজিৎ সমাদ্দার, সন্দীপন নন্দী, রাসেল আহমদ, ইমাম হোসেন, মফিজুর রহমান মাহাদ, সাইফ, সোহাগ আহমদ, মোহাম্মদ আমাদ, জাকির হোসেন, মোশাররফ হোসেন প্রমুখ। দেশের বাহিরে যারা উন্নত চিকিৎসা নিতে চান সিলেট মেডিকেয়ার টিমের সাথে ০১৮৯৩-৮৯১২১২ ও ০১৭১৫-০২৯০১৮ নাম্বারে এবং সরাসরী সিলেট নগরীর রংমহল টাওয়ারের ১ম তলাস্থ অফিসে যোগাযোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ