১১:৪১ অপরাহ্ণ
![](https://dreamsylhet24.com/assets/img/1712684498.jpg)
যুক্তরাজ্যে'গহরপুর সোশ্যাল অর্গানাইজেশন ইউকে' সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ
যুক্তরাজ্যে “গহরপুর সোশ্যাল অর্গানাইজেশন ইউকে“ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
এ উপলক্ষে গত (২ এপ্রিল মঙ্গলবার) ২৩ রমজান যুক্তরাজ্যের ১২০ হোয়াইটচ্যাপেল রোড আলহামরা রেস্টুরেন্টে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত ইফতার ও মতবিনিময় সভায় জুবের আহমদ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, খালেদ আহমদ, খন্দকার ইমন, রেজাউর রহমান মাসুম, আব্দুল ওয়াদুদ পাভেল, রাজু আহমদ, আমিনুর রহমান তুহেল, মো. জাফরান আহমদ, ইব্রাহিম ফরহাদ, মো. ফয়েজ আহমদ, মো. গুলজার আহমদ জাকারিয়া, সাইফুল ইসলাম, রিপন উদ্দিন, নুরুল আমিন, শাহিন আহমদ (রেজা), মাজেদ আহমদ, মোহাম্মদ আলী, মো. ফখরুল ইসলাম, মো. ফরহাদ আহমদ, মো. মামুনুর রহমান, সুফিয়ান আহমদ, সাইফুল্লাহ আল মাসুম, সাজেল আহমদ, রিয়াদ উদ্দিন, জাবের আহমদ, জামিল আহমদ, ফাহিম খান, মামুনুর রশিদ, বুরহান উদ্দিন আল মামুন, আবুল খায়ের মিসবাহ, আব্দুল কুদ্দুস রিপন, সাইফুল ইসলাম শেকুল, সাকিব আহমদ তপু, নাঈম আহমদ, মুজিবুল ইসলাম, বুরহান উদ্দিন, জামিল আহমদ, শিবলু মিয়া, সুজেল আহমদ, নাঈম আহমদ, ইয়াহইয়া, মো. কামরুল ইসলাম, আব্দুস সামাদ, টিপু আহমদ, ওমর আহমদ, মহি উদ্দিন তুহিন, শায়েক আহমদ, আজিজুর রহমান, কাজী ইমরান, আফজল হোসাইন, খালেদ আহমদ, খন্দকার আনাস আহমদ, শিহাবুল ইসলাম অনিক, গোলাম কিবরিয়া, মিনহাজ আহমদ, তোফায়েল আহমদ, আব্দুর রহিম, হুমাইয়ুন আকবর স্মরণ প্রমুখ।