সোমবার, ডিসেম্বর ৯, ২০ ২৪
বিজ্ঞপ্তি
২১ নভেম্বর ২০ ২৪
৯:৩১ অপরাহ্ণ

বিশিষ্ট রাজনীতিবিদ কাউন্সিলর অহিদ আহমদ শুক্রবার সিলেট আসছেন

বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের উপদেষ্টা( ফরেন অ্যাডভাইজারি কাউন্সিল) ইংল্যান্ডের টাওয়ার হ্যামলেটস বারা’র প্রথম নির্বাহী ডেপুটি মেয়র ৫ বারের নির্বাচিত জনন্দিত কাউন্সিলর, অহিদ আহমদ দেশে আসছেন।

আজ ২২ নভেম্বর সকাল ১০ টায় সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা। ১৯৮২ সালে সরকারী কলেজে ছাত্রদলের সদস্য হিসাবে বি এনপির রাজনীতিতে পদার্পন।

১৯৮৯ সালের স্বৈরাচারী অন্দোলন থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় এই নেতা সিলেট জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এবং কেন্দ্রিয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৪ সালে অহিদ আহমদ যুক্তরাজ্যে যান।ব্রিটেনে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই যুক্তরাজ্য বি এনপির প্রথম যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পান এবং ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের আনাচে কানাচে দলকে সুসংঘটিত করতে নিরলস চেষ্টা করেন।

সাথে সাথে তিনি ব্রিটেনের রাজনীতি শুরু করলে প্রথমবারেই লন্ডন টাওয়ার হেমলেটস এ সিটিতে লেবার পার্টির মনোনয়ন পেয়ে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন। পরবর্তীতে এই বৎসরই সিভিক ডেপুটি মেয়রের দায়িত্ব পান।

পরবর্তীতে লেবার এডমিনিস্ট্রেসনের ফাইন্যান্স, শিক্ষা, রিজেনেরেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তৎকালীন ও বর্তমান সরকারী দল লেবার পার্টি থেকে নমিনেশন পেয়ে সাফক’ সিটি থেকে পার্লামেন্ট ইলেকশন করেন । যদিও তিনি সে নির্বাচনে হেরে যান তারপরেও লেবার সরকারের স্হানীয় সরকার মন্ত্রীর ( পুর্ণ মন্ত্রী) এর বেতনভুক্ত এডভাইজার হিসেবে দীর্ঘদিন কাজ করেন।

২০১২ সালে যখন আওয়ামী দুঃশাসন চলছে এবং বেগম খালেদা জিয়াকে অন্যায় , অবিচার ও হয়রানী মুলক আচরণে ব্যতিব্যস্ত করে তুলেছিল সেই সময় অহিদ ভাইয়ের নেতৃত্বে ম্যাডাম কে টাউন হলে এনে একটি সংবর্ধণার আয়োজনের সাহসী পদক্ষেপ ব্যাপক আলোড়ন সৃষ্ঠি করে। সেই অনুষ্টানে অহিদ ভাই সভাপতিত্ব করেন।

আ ম অহিদ আহমদ ব্রিটেনের ইতিহাসের প্রথম কোন বাংলাদেশী যিনি প্রথম ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হন। গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সহ বৃহত্তর সিলেটের ক্রীড়াঙ্গনে ও অহিদ আহমদের রাজনীতি ও সমাজসেবামুলক কর্মকান্ডে তিনি সব সময়েই কাজ করে আসছেন। এবারও সফরকালে তিনি বিভিন্ন সেবামুলক কর্মকান্ড এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ