রবিবার, অক্টোবর ১, ২০ ২৩
বিজ্ঞপ্তি::
২৫ আগস্ট ২০ ২৩
৭:১৫ অপরাহ্ণ

লন্ডনে বাংলাদেশী মৌলীর জিসিএসই পরীক্ষায় কৃতিত্ব

যুক্তরাজ্যে এবারের জিসিএসই পরীক্ষায় পূর্ব লন্ডনের মালবারী স্কুল থেকে মেধাবী শিক্ষার্থী মাহবুবা মৌলি ইসলাম ৪টি বিষয়ে ডাবল "এ-ষ্টারসহ" ৮ টি বিষয়ে "এ-ষ্টার' ও ২টি বিষয়ে এ পেয়ে কৃতিত্ব পূর্ণ ফলাফল করেছে।

মাহবুবা মৌলি ইসলামের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই পৌরসভার চন্ডিপুরে।সে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শফিকুল ইসলাম ও গৃহিনী লিলি ইসলাম চৌধুরীর দ্বিতীয় কন্যা।

এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্যে সে তার স্কুল কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও পিতামাতার নিকট কৃতজ্ঞ। আগামীতে সে একজন ভালো ও সফল মানুষ হিসেবে গড়ে ওঠে সমাজের জন্যে কাজ করতে চায়।এজন্যে মাহবুবা মৌলি ইসলাম সকলের দোয়া কামনা করেছে।বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ