রবিবার, অক্টোবর ১, ২০ ২৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
১১ জুলাই ২০ ২৩
৮:২৫ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০টি স্পোর্টস ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ।

উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম ও উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমদ প্রমুখ।

নির্বাহী অফিসার জানান, উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ২০টি স্পোর্টস ক্লাব এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৪ লক্ষ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়৷

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ