বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০ ২৪
এসএ ডিউক ভূঁইয়া-তিতাস (কুমিল্লা)::
১৯ এপ্রিল ২০ ২১
৭:৫২ অপরাহ্ণ

তিতাসে লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্টে বিভিন্ন দোকানকানি ও পথচারীকে জরিমানা

কুমিল্লার তিতাস উপজেলায় লকডাউনের পঞ্চম দিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি আদেশ ব্যতীত দোকানপাট খোলা রাখায়,সিএনজিতে অতিরিক্ত যাত্রী নেওয়ায় ও পথচারীরা মাক্স ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়,১৮ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দেরটা পর্যন্ত সরকারি আদেশ ব্যতীত দোকানপাট খোলার অপরাধে বিভিন্ন দোকানকানীকে মামলা ও নগদ অর্থ জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

সরকারি আদেশ ব্যতীত উপজেলার সদর কড়িকান্দি বাজার ও বাতাকান্দি বাজারের দোকানপাট খোলা রাখার অপরাধে ১১টি দোকানির নামে ১১টি মামলাসহ নগদ-৩৩০০ শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা।এদিকে সকাল সাড়ে ১১ টা থেকে বিকাল পৌনে ৩ টা পর্যন্ত সরকারি আদেশ অমান্য করার অপরাধে উপজেলার গাজীপুরের জাকির স্টোরকে,মাক্স ব্যবহার না করায় এক পথচারীকে,বাতাকান্দি বাজারের মোরগি দোকানকে, দুইটি বেকারিকে,মা চশমা ঘরকে,দক্ষিণ আকালিয়ার তিন পথচারীকে মাক্স ব্যবহার না করায় ও তিন সিএনজির ড্রাইভারকে অতিরিক্ত যাত্রী বহন ও মাক্স ব্যবহার না করার,মাছিমপুর বাজারে এক সেলুন দোকানকেও আসমানিয়া বাজারে ইব্রাহিম স্টোরকে,আল মদিনা লাইব্রেরিকে,মা কনফেকশনারীকে ও মা-বাবার দোয়া কনফেকশনারীকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করে করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রুবাইয়া খানম।ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান মিয়া, তিতাস থানার এস আই আব্দুল করিম ও সাংবাদিক মুন্সী সামুদ্দিন আহমেদ সাগর।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ