রবিবার, জুন ৪, ২০ ২৩
বিজ্ঞপ্তি
১৬ মে ২০ ২৩
৭:১৩ অপরাহ্ণ

মহীউদ্দীন জাহাঙ্গীর - গোলজার আহমদ জুটি রানারআপ
বাংলাদেশ ব্যাংক ক্লাব দ্বৈত টিটি: আবিদ - হাসান জুটি চ্যাম্পিয়ন

বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেট দ্বৈত টেবিল টেনিস প্রতিযোগিতায় মোঃ আবিদ হোসেন - মোশাহিদ আল হাসান ইসলাম জুটি চ্যাম্পিয়ন হয়েছে।

১৬ মে বিকেলে প্রতিযোগিতার ফাইনালে আবিদ হোসেন - মোশাহিদ আল হাসান জুটি ২-১ সেটে মহীউদ্দীন জাহাঙ্গীর - গোলজার আহমদ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, পরিচালক রূপ রতন পাইন ও একেএম এহসান ফাইনাল শুরুর আগে দুদলের খেলোয়াড়দের পরিচিত হন এবং ইনডোরে বসে খেলা প্রত্যক্ষ করেন।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কালিপদ রায়, মোঃ জাবেদ আহমদ, মোঃ আব্দুর রহমান, মোঃ ইকবাল হাসান, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফাহিম মিয়া, ক্রীড়া সম্পাদক (বহি:) নিরূপম তালুকদার, ক্রীড়া সম্পাদক (অভ্য:) কাজী সাখাওয়াত হোসেনসহ বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী ফাইনাল খেলা উপভোগ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ