রবিবার, মে ১৯, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
২৪ এপ্রিল ২০ ২২
৩:৫৩ পূর্বাহ্ণ

সিলামে শহীদ গৌছ আলী স্মৃতি সংসদের ঈদ সামগ্রী বিতরণ
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, এ শতাব্দির শ্রেষ্ঠ ইতিহাস মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস। এই ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি গতকাল শনিবার সকালে সিলাম শেখ পাড়ায় বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক শহীদ গৌছ আলী স্মৃতি সংসদের উদ্যোগে ও সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ফ্রান্স প্রবাসী পাভেজ আহমদ বাদলের সার্বিক সহয়োগিতায় হত দরিদ্র গরীব অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক শহীদ গৌছ আলী স্মৃতি সংসদের উপদেষ্টা প্রবীন ব্যক্তিত্ব মুদাব্বির হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক এম আহমদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে এমপি হাবিব আরো বলেন,মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের গৌরব গাথা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। তাঁদেরকে সম্মানের আসনে অধিষ্টিত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি তাঁদের সম্মানী ভাতা, রাস্ট্রীয় মর্যাদায় দাফন,বাসস্থানের ব্যবস্থাসহ নানা সুযোগ সুবিধা দিয়েছেন। মুক্তিযুদ্ধে বীর শহীদ,বীর মুক্তিযোদ্ধাদের অবদান অনসীকার্য। আগামী প্রজন্মের কাছে তাদের স্মরণীয় করে তুলে ধরতে তাঁদের স্মৃতি সংরক্ষণ করতে হবে। এব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর। তিনি বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক শহীদ গৌছ আলীর নামে সিলামে একটি চত্বর নির্মাণ অথবা রাস্তার নাম করণে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে এর ভাইস চেয়ারম্যান সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ মাহবুব আলম, দক্ষিণ সুরমা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, জেলা সেচ্ছাসেবক লীগের সহ অর্থ সম্পাদক ওমর ফারুক ফরহাদ, সিলাম ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ খলিলুর রহমান রাজা, প্রবীন মুরব্বী আব্দুল মুক্তাদির, যুক্তরাজ্য প্রবাসী হারুনুর রশীদ,সিলাম ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহমান, আহমদ আলী,দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি সিলাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, যুবলীগ নেতা শাহ আতিক । স্বাগত বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক শহীদ গৌছ আলী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক এম সারওয়ার হোসেন সৌরভ,সমাজসেবী সিদ্দিকুর রহমান সিদ্দিক, শাহীন আহমদ,নিজাম আহমদ,সানি আহমদ । শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন-মো.আব্দুর রহমান।-বিজ্ঞপ্তি
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ