বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০ ২৪
এস এ ডিউক ভূঁইয়া, তিতাস::
১৪ মার্চ ২০ ২২
৪:৪৭ অপরাহ্ণ

হোমনায় মাদক বিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কুমিল্লার হোমনায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
 
গতকাল রবিবার ১৩ মার্চ বিকাল ৪ টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের  আয়োজনে হোমনা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়  এ মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভার্চুয়ালী বক্তব্যে সেলিমা আহমাদ এমপি বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার রুমন দর'র সভাপতিত্বে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার , হোমনা থানার অফিসার ইনচার্জ মো. আবুল কায়েস আকন্দ, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী শাহিনুজ্জামান খোকন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক গাজী ইলিয়াছ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হুমায়ুন কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, যুবলীগ নেতা সৈয়দ মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, ইউপি চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম মোল্লা, মো. মফিজুল ইসলাম গনি, মো. জসিম উদ্দিন সওদাগর, মোজাম্মেল হক, জালাল উদ্দিন খন্দকার, হোমনা সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক ইকবাল হোসেন সজিব, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টে একটি পৌরসভা এবং ৯ ইউনিয়নেরর মোট ১০টি টিম অংশ গ্রহন করবেন।

উদ্বোধনী দিনে খেলায় অংশগ্রহণ করেন হোমনা পৌরসভা বনাম চান্দেরচর ইউনিয়ন। উক্ত খেলায়  চান্দেরচর ইউনিয়নকে-৩-০ গোলে হারিয়ে হোমনা পৌরসভা চ্যাম্পিয়ন হন। খেলা পরিচালনা করেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাহিদ হাসান দাদন, সহকারী ছিলেন, ওরম ফারুক ও হাবিবুর রহমান হাবিব। ধারা বিবরনীতে ছিলেন কবি দেলোয়ার।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ