শুক্রবার, এপ্রিল ২৬, ২০ ২৪
ডেস্ক নিউজ ::
২৪ ফেব্রুয়ারী ২০ ২১
৭:৩৩ অপরাহ্ণ

লালগ্রাম ক্রীড়াচক্রের প্রথম মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

লালগ্রাম ক্রীড়াচক্রের উদ্যোগে প্রথম মিনি বার ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত ৯ টায় লালগ্রাম মিনিবার মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

লালগ্রাম ফেউয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাদেক মো. পারভেজের সভাপতিত্বে ও আজাদ উদ্দিনের পরিচালনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এল. জি. ই. ডি কন্ট্রাক্টর, হোপ সোসাইটি সিলেটের সেক্রেটারি জকিগঞ্জ এর কৃতি সন্তান ফারুক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস, অবসরপ্রাপ্ত সুবেদার বাংলাদেশ বর্ডারগার্ড আমিনুল হক বাচ্চু, লেন্স কর্পোরাল বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল হাসিব, প্রবাসী ক্রীড়াবিদ নাজমুল ইসলাম, ইকবাল আহমদ খাঁন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা দেশ ও জাতিকে বিশ্বের কাছে তুলে ধরার অন্যতম মাধ্যম। মানবিক বিকাশ ও সুস্থদেহ মনের জন্য সহায়ক, মাদক মুক্ত সমাজ ও সুস্থ সুন্দর জীবন গঠন করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে কবিতা আবৃওি করেন আইনুল হক, ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ মাহফুজ আহমদ ও ম্যান অফ দ্যা সিরিজ রাজু আহমদ।

আরও উপস্থিত ছিলেন লালগ্রাম ক্রিড়াচক্রের প্রতিষ্ঠানতা আবুল বাসার, প্রভাষক সেন্টাল উইমেন্স কলেজ সিলেট। সহকারী পরিচালক নাহিদ আহমদ, শিক্ষক চারখাই উচ্চ বিদ্যালয়। আজাদ উদ্দিন শিক্ষক রহিম খার চক সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামিম আহমদ কোচ লালগ্রাম ক্রিড়াচক্র, হেলাল আহমদ সত্বাধীকারি মা ডেকরেটার্স প্রমুখ।

উক্ত ফাইনাল খেলায় গ্রিন এনার্জি দল ২-০ গোলে লাল ড্যাবিলাস দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রাজু আহমেদ, ম্যানেজার নাহিদ আহমদ এবং রানার্স আপ দলের অধিনায়ক আবুল বাশার ও ম্যানেজার মিনহাজুল ইসলাম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ