বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০ ২৪
এস এ ডিউক ভূঁইয়া-তিতাস::
২৩ জানুয়ারী ২০ ২১
৪:৫৫ অপরাহ্ণ

তিতাসে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন আপজনের আয়োজনে মাদক প্রতিরোধী পদযাত্রা

এস এ ডিউক ভূঁইয়া-তিতাস:: “আসুন সবাই প্রতিবাদ করি,মাদক মুক্ত তিতাস গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে তিতাস উপজেলার সর্ব বৃহৎ স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন আপনজনের আয়োজনে মাদক প্রতিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি শুক্রবার সকাল ৭টায় সংগঠনের প্রতিষ্ঠাতা মো.নাজিরুল ইসলাম মামুনের সার্বিক তত্বাবধানে মাদক প্রতিরোধ পদযাত্রাটি কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ব্রিজ থেকে শুরু হয়ে তিতাসের বিভিন্ন বাজার প্রদক্ষিন করে পঞ্চবটি ব্রিজে গিয়ে শেষ হয়।

এই পদযাত্রার মাধ্যমে আপনার সন্তান কার সাথে মিশে, কোথায় যায়,কি করে এই সব খুঁজ খবর রাখার দায়িত্ব আপনার,তাই আমরা সচেতন হই, সন্তানের প্রতি দায়িত্ববান হই। আমাদের সকলের ঐক্যবধ্য প্রচেষ্টাই পারে মাদকের বিস্তার রোধ করতে।

এসময় উপস্থিত ছিলেন, আপনজনের সভাপতি ডাঃ মনিরা আক্তার, সাধারণ সম্পাদক মো.কাউছার আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ নাহিদ, দপ্তর সম্পাদক মো.আল আমিন, প্রচার সম্পাদক শান্তা ভূঁইয়া,সমাজ সেবা সম্পাদক মো.শরিফ উদ্দিন, কার্যকরী সদস্য মিখি আক্তার, ইব্রাহিম খলিল, নূর মোহাম্মদ, সঞ্জয় চন্দ্র দাস, মো.ফোকরানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ