বুধবার, ডিসেম্বর ৬, ২০ ২৩
শাবিপ্রবি প্রতিনিধি::
২৬ এপ্রিল ২০ ২৩
২:৪০ অপরাহ্ণ

সাস্ট ফ্যান্টাসি প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন টিম ইকোনমিকস

২০২২-২৩ সিজনের FPL(Fantasy Premier League) এর ইন্টার-ডিপার্টমেন্ট SUSTIAN FANTASY WAR V4.0 তে চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতি বিভাগ। এতে রানার-আপ হয় গণিত বিভাগ।

মঙ্গলবার (২৫ই এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন টিম ইকোনমিকসের অধিনায়ক ফাহমিদ উল হক। তিনি জানান, ১৬টি বিভাগ থেকে ১৬ টি টিম (প্রতিটিমে ৫ জন) করে শুরু হয় রাউন্ড ওয়ান।

এখান থেকে বাদ যায় ১০ টি টিম, টপ ৬ যায় সেকেন্ড রাউন্ডে। এভাবে ফাইনাল গণিত বিভাগের মুখোমুখি হয় অর্থনীতি বিভাগ।

এতে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় লাভ করে অর্থনীতি বিভাগ। চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হলেন, ফাহমিদ উল হক, ইন্তেখাব আলী সন্দীপন, প্রবাল বড়ুয়া, মুসা ইব্রাহীম এবং রিফাত রাইয়ান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ