রবিবার, মে ১৯, ২০ ২৪
ফারুক আহমেদ,ধর্মপাশা::
১৭ মার্চ ২০ ২৪
১০ :১৮ অপরাহ্ণ

ধর্মপাশায় কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে ধর্মপাশা ১নং মাডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ দুপুর সাড়ে ১২টার দিকে কেক কাটা, কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান কবির, কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার তাসলিমা আক্তার, ওমা রাণী, কবিতা আবৃত্তি শিক্ষক সাবিনা আক্তার ও সংগীত শিক্ষক ফারুক আহমেদ প্রমুখ। এছাড়াও শিক্ষার্থীদের অভিবাবক ও শিক্ষার্থীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী শরীফ আহমেদ পোষণ সংগীত প্রতিযোগিতায় কিশোর-কিশোরী ক্লাবসহ উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে বর্তমানে সে জাতীয় পর্যায়ে সংগীত প্রতিযোগিতায় ধর্মপাশা উপজেলা থেকে প্রথম বারেরমত অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ