রবিবার, জুন ৪, ২০ ২৩
বিজ্ঞপ্তি
৬ জুন ২০ ২২
৭:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংক আন্তঃ অফিস ফুটবলের ফাইনালে সিলেট অফিস
বাংলাদেশ ব্যাংক আন্তঃ অফিস ফুটবল প্রতিযোগিতা ২০২২ এ প্রধান কার্যালয়,ঢাকাকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে সিলেট অফিস ফাইনালে ওঠেছে। টাইব্রেকারে সিলেট অফিসের মাসুম, ফাহি ম, প্রবাল, কামরুল সরকার সকলেই গোল করেন। সিলেটের গোলরক্ষক করিমুজ্জামান মুন্না একটি শর্ট প্রতিহত করেন, আরেকটি বারের উপর দিয়ে যায়। রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে ৬ জুন সকালে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সিলেট ও প্রধান কার্যালয়ের মধ্যকার খেলাটি নির্ধারিত সময় ১-১ গোলে অমীমাংসিত ছিল। সিলেট অফিসের পক্ষে সমতাসূচক গোলটি করেন কৃতি ফুটবলার সঞ্জয় দেব সজীব। আজ বিকালে সিলেট অফিস দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিপক্ষে ফাইনালে অংশ নিবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ