শুক্রবার, এপ্রিল ১৯, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
১৯ মার্চ ২০ ২৩
৮:৩৪ অপরাহ্ণ

দক্ষিণ সুরমা উপজেলায় বলদী গ্রামে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টর পুরস্কার বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বলদী গ্রামে শিশু কিশোরদের উদ্যোগে ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। সারা দিনব্যাপী চলে খেলার আমেজ।উক্ত খেলায় ২৪ টি দল অংশগ্রহণ করে। খেলা একদিনে সীমাবদ্ধ হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ময়নুল ইসলাম সাহেব, সাবেক চেয়ারম্যান ৩নং তেতলী ইউনিয়ন পরিষদ।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অলিউর রহমান অলি চেয়ারম্যান ৩নং তেতলী ইউনিয়ন পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্ষুদে ফুটবলার তানজিম আহমেদ বলে, "আমি খেলায় অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগলো। এভাবে খেলাধুলা করলে আমরা আগামীতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবো"।

ইসমাইল আহমেদ নামে আরেকজন বলেন, খেলাধুলা করলে আমাদের শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে।তাই এভাবে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার আয়োজন করলে আমরা এগিয়ে যাবো। " খেলা পরিচালনা কমিটির সদস্য সোহাগ আহমেদ বললেন, "আলহামদুলিল্লাহ আজকের এই টুর্নামেন্ট আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি। আমার খুব খুশি লাগছে। যারা আমাদেরকে সহযোগিতা কতেছে তাদের সকলকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আমরা আগামীতে আরোও সুন্দর করে এরকম খেলার আয়োজন উপহার দিতে পারবো"।

প্রধান অতিথি  ময়নুল ইসলাম বলেন, "খেলাধুলার মধ্যে দিয়ে বন্ধুত্বের যুগল মিলন সৃষ্টি হয়। নতুন প্রজন্মের জন্য খেলাধুলা অতি প্রয়োজন। শিশু কিশোররা যে এই খেলাধুলার আয়োজন করেছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তবে আমি আশা করবো এখান থেকে কেউ না কেউ একজন ভালো খেলোয়াড় হয়ে দেশ ও জাতির নাম আরোও উজ্জ্বল করবে"।

সভাপতি অলিউডর রহমান অলি বলেন, "শুধু পড়ালেখা করলে হবে না পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও জরুরি। খেলাধুলা শিশু কিশোরদের মোবাইলফোন ধুমপানের আসক্তি থেকে বিরত রাখে । এভবে খেলাধুলার আয়োজন করতে আমার যতটুকু সাহায্য করার দরকার আমি তা করবো ইনশাআল্লাহ। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ