রবিবার, মে ১৯, ২০ ২৪
ড্রীম সিলেট ডেস্ক
৭ ডিসেম্বর ২০ ২০
১২:২৯ পূর্বাহ্ণ

পল্লীবন্ধু এইচ এম এরশাদ শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করে নজির স্থাপন করেছিলেন
সিলেট জেলা জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবস পালন

৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষন দিবস হিসেবে পালন করেছে সিলেট জেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন। এ উপলক্ষে ৬ ডিসেম্বর রবিবার বিকেলে সিলেট নগরীর সুরমা মাকেটস্থ জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।    
সিলেট জেলা জাপার যুগ্ম আহবায়ক আব্দুল মালেক খানের সভাপতিত্বে ও সিলেট জেলা জাপা’র সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব কুনু মিয়া। 
সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির চৌধুরী, যুব সংহতির কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা শাখার সভাপতি আলতাফুর রহমান আলতাফ, জাপা নেতা দৌলা মিয়া, ইউসুফ সেলু, আবুল কালাম আজাদ, যুব নেতা আবদুল মালিক, হোসেন আহমদ, কয়েছ আহমদ, আব্দুল হান্নান চৌধুরী, ফারুক আহমদ, এসএম শামীম আহমদ, এইচএম মাসুক মিয়া, আলমাছ উদ্দিন, কাওছার হোসেন হীরা, মোহাম্মদ আলী রাসেল, মোঃ ওলি মিয়া প্রমুখ। 
সভায় বক্তারা বলেন, ১৯৯০ সালের ৬ ডিস্বের জাতীয় পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু এইচ এম এরশাদ শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করে যে নজির স্থাপন করেছিলেন তা দেশের সংবিধান রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, এ জন্য জাতি তাকে চিরদিন স্মরণ রাখবে। তাই পল্লী বন্ধুর আদর্শ ও ঐতিহ্যকে সমুন্নত রেখে দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ