মঙ্গলবার, ডিসেম্বর ১০ , ২০ ২৪
জকিগঞ্জ প্রতিনিধি ::
১৯ এপ্রিল ২০ ২৪
৭:৩৬ অপরাহ্ণ

জকিগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ আহত ২

জকিগঞ্জের বাবুরবাজারে গত রাত ১২ টার দিকে মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে পথচারীসহ দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন মোটর সাইকেল আরোহী জকিগঞ্জ সদর ইউনিয়নের রহিমখারচকের আব্দুল হালিম ও পথচারী সুলতানপুর ইউনিয়নের হালঘাট গ্রামের নাজিম উদ্দীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী আব্দুল হালিম বাজারের মধ্য দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথচারী নাজিম উদ্দীনে সঙ্গে ধাক্কা লাগে।

এসময় তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে না পারায় মাটিতে ছিটকে পড়ে যান। এতে দুজনেই মাথায় আঘাত পেয়েছেন।

পরে তাদেরকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিম উদ্দীনকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেন এবং আব্দুল হালিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ