শনিবার, জানুয়ারী ১৮, ২০ ২৫
বিজ্ঞপ্তি:
৯ ডিসেম্বর ২০ ২৪
৮:০ ৫ অপরাহ্ণ

সিলেটে বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা - উন-নবী বলেছেন, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান ও নারী জাগরণের অগ্রযাত্রায় অন্তহীন প্রেরণার উৎস।

নারী আন্দোলনের পৃথিকৃত বেগম রোকেয়াকে অনুসরণ করে দেশের নারীরা সর্বক্ষেত্রে সফলতা অর্জন করছেন। সফল নারীদের পিছনে একজন স্বপ্নবাজ পুরুষ থাকায় নারীরা উন্নয়ন-অগ্রযাত্রায় অংশ গ্রহণ করে এগিয়ে যাচ্ছেন।

তিনি শ্রেষ্ঠ জয়িতাদের অভিনন্দন জানিয়ে বলেন, নারীরা মায়ের জাতি, তাঁদের স্থান সবার উপরে। নারীদের উৎসাহ-উদ্দীপনা ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারী সমাজকে আরো বেশি কাজ করার আহবান জানান।

বিভাগীয় কমিশনার গতকাল ৯ ডিসেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন” উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সমমনা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও জেলা পর্যায়ে সিলেট জেলায় ২০২৪ সালে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, স্হানীয় সরকার সিলেট এর উপ পরিচালক সুবর্ণা সরকার।

মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের শিশু সুরক্ষা কর্মকর্তা প্রিয়াংকা দাস রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।

“নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় শ্রেষ্ঠ জয়িতাদের মধ্যে থেকে দু’জন অনুভূতি প্রকাশ করেন।

জেলা পর্যায়ে সিলেট জেলায় ২০২৪ সালে নির্বাচিত জয়িতারা হচ্ছেন- (১)অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ আম্বিয়া খাতুন, (২)সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী শেখ রওশন আরা নিপা, (৩) শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হালিমা বেগম, (৪)সফল জননী নারী - নুরজাহান বেগম,ও (৫) নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী- ডেইজি আক্তার পপি।

শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে ফুলের শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা- উন-নবী সহ অতিথিবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ