৭:০ ৬ অপরাহ্ণ
ড. এনামুল হক চৌধুরী’র মাতার মৃত্যুতে মিফতাহ সিদ্দিকীর শো.ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোঃ এনামুল হক চৌধুরী’র মাতা ফাতেমা রওশন আরা চৌধুরী বার্ধক্যজনিত কারণে সোমবার (১৫ জুলাই) সকাল ৯.৫৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ফাতেমা রওশন আরা চৌধুরী'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী।
সোমবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, ফাতেমা রওশন আরা চৌধুরী’র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো জাতীয়তাবাদী পরিবারও গভীরভাবে শোকাহত।
দোয়া করি-মহান রাব্বুল আল-আমিন যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। মরহুমার নামাজের জানাজা সোমবার বাদ মাগরিব সিলেটের শাহজালাল দরগাহ মসজিদে অনুষ্টিত হবে এবং পরবর্তীতে মানিক পীরস্থ গোরস্থানে দাফন সম্পন্ন হবে।-বিজ্ঞপ্তি