৭:১৬ অপরাহ্ণ
ধর্মপাশায় কামরুজ্জামান কামরুলের মতবিনিময় সভা ও পূজামন্ডপ পরিদর্শন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দলীয় ঐক্ষ্য গড়ে তুলার লক্ষ্যে ধর্মপাশা উপজেলা বিএনপি'সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জ-১ সংসদীয় আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী তাহেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।
আজ (১২অক্টোবর) শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্ত*ব্য দেন, তাহেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি'র সাংগঠনিকসহসভাপতি সম্পাদক কামরুজ্জামান কামরুল। অন্যদের মঝে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, ধর্মপাশা উপজেলা বিএনপির আব্দুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত প্রমুখ।
এসময় সভায় অন্যদের মাঝে উপস্থত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য জুলফিকার আলী ভূট্রো, সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মজিবুর রহমান মজুমদার, তাহেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান উজ্জ্বল, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম বিএসসি, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ন আহবায়ক আলমগীর কবির, মোঃ মুশফিকুর রহমান, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের আহবায়ক অবায়দুর রহমান মজুমদার, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত মিয়া, অবসর প্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মোহাম্মদ নেহাল উদ্দিন, সাংবাদিক ফারুক আহমেদ, মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাকিল আহমেদ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এর আগে শুক্রবার (১১অক্টোবর) বিকাল ও রাতে তিনি (কামরুজ্জামান কামরুল) সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গােৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন এবং শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য যে, ৯ অক্টোবর বুধবার থেকে সারা দেশের ন্যায় এক সাথে ধর্মপাশা উপজেলার ৬টি ইউনিয়নে ২০টি পূ*জা মন্ডপে এই শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে। এর সার্বিক নিরাপত্তায় রয়েছেন প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দ*ল বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।