১১:৩৪ অপরাহ্ণ

কমলগঞ্জে এসএসসি ৯৩ ব্যাচের বন্ধু মহলের ইফতার মাহফিল
বন্ধুত্ব মানে নেই কোনো বাধ্য বাধ্যকতা নেই কোনো প্রতিহিংসা, কেননা বন্ধুত্ব হল মানুষের এক হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক ডানা বিহীন ভালোবাসা।
সামাজিক কর্মকান্ডসহ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন মৌলভীবাজার তথা কমলগঞ্জ, শ্রীমঙ্গল,কুলাউড়া,জুড়ী, রাজনগর ও বড়লেখা উপজেলার এসএসসি ৯৩ ব্যাচের বন্ধুরা।
শনিবার (২৩ মার্চ) বিকালে জেলা অডিটোরিয়াম হলরুম কমলগঞ্জে ৯৩ ব্যাচের বন্ধু হামিদুর রহমান বাবরের উদ্যোগে ইফতারে মিলিত হন সকল ৯৩ ব্যাচের বন্ধুরা ।
এ সময় ৯৩ ব্যাচের ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান প্রসঙ্গে বক্তব্য দেন ৯৩ ব্যাচের বন্ধু কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা (টিএইচও) মাহবুবুল আলম ভূঁইয়া,কমলগঞ্জ থানার এসআই হারুনুর রশিদ চৌধুরী,এসআই,মহাদেব বাচাড়,সাংবাদিক আসহাবুজ্জামান শাওন,বিশিষ্ট ব্যবসায়ী হামিদুর রহমান বাবর,পৌর কাউন্সিলর জামাল আহমেদ,শাকিল আহমেদ,ইউপি সদস্য মোতাহের আলী, শিক্ষক শিমুল চন্দ্র পাল,দিপ্তী সিনহা,ব্যবসায়ী শফিকুর রহমান, ব্যবসায়ী নিমাই চন্দ্র, আব্দুল হান্নান,,শ্যামল বর্ণিক,লিটন দেব,বিলাস সিংহ,দেবাশিষ সিংহ ও আবুল কাসেম প্রমূখ।
সবার মতামতের পেক্ষিতে আগামী ২০ এপ্রিল ৯৩ ব্যাচের বন্ধুদের ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া ঢাকা গাজীপুরস্থ ৯৩ ব্যাচের এক বন্ধুর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসার জন্য মানবিক সাহায্য হিসাবে নগদ অর্থ দেন ৯৩ ব্যাচের বন্ধুরা।